ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ

প্রকাশিত: ০৬:৫৭, ৩ জুলাই ২০১৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সুবিধাবঞ্চিত শিশুদের  সঙ্গে ঈদ

পবিত্র রমজান মাস শেষের পথে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে ফিরে যাওয়ার ঘণ্টা বাজছে। এভাবেই দেখতে দেখতে কেটে যাবে ঈদ। তারপর আবারও ক্যাম্পাসে ফিরে আসা। তবে এই উৎসব সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছিল এক ভিন্ন রকম আয়োজনের। ঈদের এই উৎসবে ক্যা¤পাসের সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। ওই অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহের দায়িত্ব নেয় ৪ সেকশনের ক্লাস প্রতিনিধি শাহেদ, নিলয়, রোকন ও তপন। প্রায় ৪০০ শিক্ষার্থীর কাছ থেকে সংগ্রহ করা ১০ হাজার টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৫৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেয় ওই শিক্ষার্থীরা। ক্যা¤পাসের ১২টি হল ও জব্বারের মোড়ে গিয়ে শিশুদের হাতে এ নতুন কাপড় তুলে দেয়া হয়। এ আয়োজনের একজন উদ্যোক্তা নিলয় মজুমদার বলেন, যে মানুষগুলোকে কেন্দ্র করে আমরা এই বিশ্ববিদ্যালয়ে বেড়ে উঠছি, তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলা আমাদের দায়িত্ব। সকলেই পাশে থাকলে নিয়মিত এ ধরনের সেবামূলক কাজ করার চেষ্টা করব। শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করতে পেরে এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা শাহেদ হোসেন বলেন, জীবনের কিছু হাসির কোনই অর্থ থাকে না, তবে অন্যের মুখের হাসিটা কেন জানি অনেক অর্থবহ হয়ে ওঠে। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রভা, তুরান, নিশিতা, মুমু, হাসিব, তারিক, রবিন, ফয়সাল, শোভন, দীপক, রাকিব, শাওনসহ সকল হল প্রতিনিধি ও সহপাঠীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি। মোঃ নাবিল তাহমিদ রুশদ
×