ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পর্তুগালের নতুন নায়ক সানচেস

প্রকাশিত: ০৭:০১, ৩ জুলাই ২০১৬

পর্তুগালের নতুন নায়ক সানচেস

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর কে হবেন পর্তুগালের ভরসা? তারকা এ ফরোয়ার্ড চলে যাওয়ার পর সারাবিশ্বের কাছে নজর কাড়া কোন খেলোয়াড় এতদিন দেখা যায়নি। তবে এবার ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে সবার চোখ আটকে গেছে রেনাটো সানচেসের দিকে। ১৮ বছর বয়সী এ তরুণ মূলত মাঝমাঠের খেলোয়াড়। কিন্তু দুরন্ত গতি, দারুণ ক্ষিপ্রতা দিয়ে তিনি প্রতিপক্ষ শিবিরে ভয়ঙ্কর ত্রাস হয়ে উঠেছেন। বিস্ময় বালক সানচেসকে অনেকে পর্তুগালের ‘সোনার ছেলে’ কিংবা ‘ধ্বংসাত্মক ছেলে’ বলে অভিহিত করেছেন। একেবারে আলোচনার বাইরে থেকে তারকা হয়ে ওঠা এ তরুণ আবার যথেষ্ট বিতর্কেরও জন্ম দিয়েছেন। তার সঠিক বয়স নিয়ে শুরু হয়েছে সন্দেহ ও আলোচনা। সিআর সেভেনের যোগ্য উত্তরসূরি হিসেবে ্ইতোমধ্যেই সানচেসকে ভাবতে শুরু করেছেন অনেকে। তিনি পোল্যান্ডের বিরুদ্ধে দলকে সমতায় ফিরিয়েছেন দুর্দান্ত একটি গোল করে এবং পরে পেনাল্টি শূট আউটেও মাথা দারুণ ঠা-া রেখেছিলেন। তার এমন দুরন্ত নৈপুণ্যের সুবাদেই এখন পর্যন্ত পর্তুগাল টিকে আছে চলমান ইউরোতে এবং উঠে গেছে প্রথম দল হিসেবে সেমিফাইনালে। সানচেস ওই গোলটি করার মাধ্যমে ভেঙ্গেছেন রোনাল্ডোর রেকর্ড। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোর নকআউট পর্যায়ে গোল করার নতুন রেকর্ড গড়েছেন তিনি। এতদিন পর্তুগাল বলতেই আলোচনার বিষয়বস্তু ছিলেন রোনাল্ডো। কিন্তু সেই ট্যাগটা এখন নিজের গায়ে লাগিয়ে ফেলেছেন সানচেস। এ তরুণের সঙ্গে যেন অদৃশ্য এক প্রতিযোগিতাই শুরু হয়ে গেছে তার। তবে প্রশ্ন উঠেছে সানচেস কি আসলেও মাত্র ১৮ বছর বয়সী? আরও বিতর্ক আছে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে। সানচেসের যুব ক্লাব বেনিফিকার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা প্রতিশ্রুত ভাতা দেয়নি। যদিও বেনিফিকা প্রচুর অর্থ উপার্জন করেছে সানচেসের মেধাকে কাজে লাগিয়ে তাকে বেয়ার্ন মিউনিখের কাছে বিক্রি করে। উল্লেখ্য, গত মাসে সানচেস ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেয়ার্নে যোগ দেন। খোদ পর্তুগালেরই ফুটবল প-িতেরা সানচেসের জন্ম তারিখ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। লিসবনের বেশ সাজানো-গোছানো এলাকা এ্যামাডোরায় ১৯৯৭ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। একই অভিযোগ বেনিফিকার যুগ-যুগান্তরের চিরশত্রু স্পোর্টিং লিসবনেরও। এ বিষয়টি সুনিশ্চিতভাবে সঠিক প্রমাণের জন্য এ ক্লাবটির প্রেসিডেন্ট ব্রুনো ডি কারভালহো সানচেসের বিরুদ্ধে মামলারও হুমকি দিয়েছিলেন। গত মার্চে এ্যামাডোরার একটি হাসপাতালে সানচেসকে ডাকাও হয়েছিল। ওই হাসপাতালেই জন্ম হয়েছে তার এমনটাই জানানো হয়েছে। বয়সের সত্য-মিথ্যা যাচাইয়ের জন্যই সেটা করা হয়েছিল। গত নবেম্বরে একজন টিভি ধারাভাষ্যকার অভিযোগ করেন বয়সের তুলনায় পেশাগতভাবে অনেক বেশিই গড়ে উঠেছেন সানচেস। হয়তো তিনি অনেক বেশি পরিমাণে ভিটামিন গ্রহণ করেন। তবে একটি পত্রিকার তদন্তে জানা যায় এ্যামাডোরা সিন্ট্রা হাসপাতালে ১৯৯৭ সালের ১৮ আগস্ট জন্ম নিলেও সানচেসের জন্ম নিবন্ধনটা ২০০২ সালের ২২ আগস্টের আগে করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয় সানচেসের বয়স ৫ মাস হওয়ার আগেই তার বাবা-মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। উত্তর লিসবনের খুবই ঘনবসতিপূর্ণ অঞ্চল মুসগুয়েরাতে বেড়ে ওঠেন সানচেস এবং ৮ বছর বয়সে একটি অপেশাদার ক্লাবের হয়ে ফুটবল খেলাও শুরু করেন। ৯ বছর বয়সে তাকে নিয়ে নেয় বেনিফিকা।
×