ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেডেই ঠিকানা ইব্রাহিমোভিচের

প্রকাশিত: ০৭:০৩, ৩ জুলাই ২০১৬

ইউনাইটেডেই ঠিকানা ইব্রাহিমোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের সাথেই চুক্তি সম্পন্ন করলেন সুইডিশ স্ট্রাইকার জ¬াতান ইব্রাহিমোভিচ। এর ফলে আবারও জোশে মরিনহোর সঙ্গে একত্রিত হলেন তিনি। গত মৌসুমের শেষেই ফ্রেঞ্চ লীগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই ত্যাগ করেন ইব্রা। তবে ক্লাবের সঙ্গে সবধরনের চুক্তির মেয়াদ শেষ হয় গত ৩০ জুন। তার একদিন পরেই আনুষ্ঠানিকভাবে রেড ডেভিলদের ক্লাবটিতে যোগ দিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে যোগদানের মাধ্যমে আবারও জোশে মরিনহোর সান্নিধ্যে আসার সুযোগ পেলেন ইব্রাহিমোভিচ। এর আগে ইন্টার মিলানে একত্রে খেলেছিলেন তারা। ক্যারিয়ারের গোধূলি বেলায় ইউনাইটেডে যোগ দিয়ে উচ্ছ্বাসিত ইব্রা। এ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি দারুণ খুশি। প্রিমিয়ার লীগে খেলার জন্য আমি অনেক আগে থেকেই অপেক্ষায় ছিলাম। এছাড়া আবারও মরিনহোর সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা অনেক বড় প্রাপ্তি। সে একজন চমৎকার কোচ। নতুন এবং উত্তেজনাকর চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। এ পর্যন্ত নিজের ক্যারিয়ার আমি দারুণভাবে উপভোগ করেছি। এ সময়ে দারুণ কিছু স্মৃতি রয়েছে। এখন ইংল্যান্ডে আরও কিছু ভাল স্মৃতি সৃষ্টি করতে আমি প্রস্তুত।’ ভিন্ন ভিন্ন দেশের হয়ে চারটি লীগ শিরোপা জয়ের অনন্য রেকর্ড রয়েছে ইব্রাহিমোভিচের দখলে। কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লীগের শিরোপাটাই জেতা হয়নি তার। তবে মরিনহো দাবি করেছেন তরুণ খেলোয়াড়দের উন্নতিতে ইব্রার অন্তর্ভুক্তি দারুণভাবে সহযোগিতা করবে। ইব্রাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে মরিনহো বলেন, ‘ইব্রার সম্পর্কে নতুন করে জানানোর কোন প্রয়োজন নেই। পরিসংখ্যানই সব বলে দিচ্ছে। ইব্রা বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ও সবসময়ই শতভাগ দিয়ে খেলে। বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ লীগ শিরোপা জেতার অভিজ্ঞতা তার রয়েছে। এখন তার সামনে সুযোগ এসেছে বিশ্বের সেরা লীগে নিজেকে প্রমাণ করার। আমি জানি সে নিশ্চয় এই সুযোগ কাজে লাগাবে। আমরা একসাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্লাবকে লীগ শিরোপা উপহার দিব। আগামী মৌসুমে তার মতো খেলোয়াড়কে দলে পেয়ে সমর্থকরাও দারুণ উচ্ছ্বাসিত হবে এতে কোন সন্দেহ নেই।’ ২০১৬ ইউরোর গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ইব্রাহিমোভিচের সুইডেন। আর এই টুর্নামেন্টে নিষ্প্রভ থাকার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। গত মে মাসের শেষে লুইস ভ্যান গালের স্থলাভিষিক্ত হন জোশে মরিনহো। আর স্পেশাল ওয়ানের অধীনে এই নিয়ে দ্বিতীয় খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ম্যানইউ। এর আগে আইভরি কোস্টের সেন্টার-ব্যাক এরিক বেইলিকে ভিয়ারিয়াল থেকে চড়া দামে দলে নিয়েছিল ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
×