ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিম্মি হত্যাকারী ছয় জঙ্গীই জেএমবির সুইসাইড স্কোয়াড সদস্য

প্রকাশিত: ০৮:০৬, ৩ জুলাই ২০১৬

জিম্মি হত্যাকারী ছয় জঙ্গীই জেএমবির সুইসাইড স্কোয়াড সদস্য

স্টাফ রিপোর্টার ॥ গুলশানে স্প্যানিশ রেস্তরাঁ আর্টিজানে বিদেশীদের জিম্মির পর হত্যাকারী ছয় জঙ্গীই জেএমবির সদস্য বলে জানা গেছে। তারা জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য। ছয় জঙ্গী হলো- বগুড়ার বিকাশ ও বাধন, সিরাজগঞ্জের আকাশ, গাইবান্ধার ডন, আরেকজনের নাম রিপন। অন্য একজনের নাম জানা যায়নি। এদের মূল পরিকল্পনাকারী দুই ব্যক্তি হচ্ছে জাহাঙ্গীর ও সাকিব মাস্টার। এরা উত্তরাঞ্চলে অবস্থান করে বেশ কয়েকটি নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে। জাহাঙ্গীরের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটায়। তবে এই দুজনকে আইনপ্রয়োগকারী সংস্থা এখন পর্যন্ত পাকড়াও করতে সক্ষম হয়নি। ঘটনাস্থল থেকে নিহত ছয় জঙ্গীর ছবি তুলে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আটক তিন জেএমবি সদস্যকে দেখানো হয়। আটক জেএমবির তিন সদস্য নিহত ছয় জঙ্গীকে শনাক্ত করে। জানায়, তারা জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য। এর মধ্যে রিপন আধুনিক শিক্ষায় শিক্ষিত। সে অনর্গল ইংরেজিতে কথা বলত পারত। অপর পাঁচজন অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস হলেও তারা আরবিতে কথা বলতে পারত। এদিকে আটক হামলাকারী সৌরভ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী।
×