ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুর ও নীলফামারীতে দুই দিনের রাষ্ট্রীয় শোক শুরু

প্রকাশিত: ১৯:৪২, ৩ জুলাই ২০১৬

রংপুর ও নীলফামারীতে  দুই দিনের রাষ্ট্রীয় শোক শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন রংপুর ও নীলফামারীতে শুরু হয়েছে। আজ রবিবার সকার ৬টা থেকে সকল সরকারি-বেসরকারি-আধা সরকারি ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়িতে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়েছে। সেই সাথে কালো ব্যাজধারন করেছে মানুষজন। গতকাল শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন। আজ রোববার ও কাল সোমবার (৪ জুলাই) এই রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ ছাড়া মসজিদে মোনাজাত করা হবে। মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শোকে শামিল হয়েছেন। তাঁরা প্রোফাইল ও কাভার ছবি হিসেবে কালো ব্যাজ দিয়েছেন। কেউবা স্ট্যাটাস বা নোট লিখে শোকের কথা জানিয়েছেন।
×