ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গুলশানে নিহত ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা

প্রকাশিত: ২০:৩১, ৩ জুলাই ২০১৬

গুলশানে নিহত ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের বাস্তবায়ধীন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেরে কাজ করতেন। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না। নিহত ছয় জাপানি নাগরিক হলেন- তানাকা হিরোশি, ওগাসাওয়ারা, শাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই ও হাশিমাতো হিদেইকো। এদিকে গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ২০ জনের লাশ মর্গে রয়েছে, যাদের ১৭ জন বিদেশি বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
×