ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফুলছড়িতে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরন করলেন ডেপুটি স্পিকার

প্রকাশিত: ২২:৫৬, ৩ জুলাই ২০১৬

ফুলছড়িতে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরন করলেন ডেপুটি স্পিকার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ফুলছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে ঈদের বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরনের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার গজারিয়া, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ, দুস্থ এবং অতিদরিদ্র ১১ হাজার ১১টি পরিবারের জনপ্রতি ২০ কেজি করে ২শ’ ২০ দশমিক ৮২ মে. টন বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে গজারিয়া ইউনিয়নের ৩ হাজার ৩শ’ ৩৩টি পরিবারে ৬৬ দশমিক ৬৬০ মে. টন চাল, ফুলছড়ি ইউনিয়নের ৪ হাজার ৪৩টি পরিবারে ৮০ দশমিক ৮শ’ ৬০ মে. টন চাল ও ফজলুপুর ইউনিয়নের ৩ হাজার ৬৬৫টি পরিবারে ৭৩ দশমিক ৩শ’ মে. টন চাল বিতরণ করা হয়। আজ রবিবার সকালে বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্য¬া, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম লোকাল, ইউপি সদস্য ওহিদুল ইসলাম, জিহাদুর রহমান মওলা প্রমুখ।
×