ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশাল নগরীর অর্ধশত স্পটে সক্রিয় ছিনতাইকারী চক্র

প্রকাশিত: ০০:১১, ৩ জুলাই ২০১৬

বরিশাল নগরীর অর্ধশত স্পটে সক্রিয় ছিনতাইকারী চক্র

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঈদকে সামনে রেখে নগরীর প্রায় অর্ধশতাধিক স্পটে সক্রিয় রয়েছে ছিনতাইকারী চক্র। এ চক্রের প্রায় দেড় শতাধিক সদস্যর কাছে রয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র। আর ছিনতাই প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ তৎপর হয়ে উঠেছেন। বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নগরজুড়ে প্রায় অর্ধশতাধিক স্পটে ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠতে তৎপরতা শুরু করেছে। তবে এখন পর্যন্ত তাদের তৎপরতার স্বরূপ দেখা না গেলেও ঈদের ২/১দিন আগ থেকেই তাদের তৎপরতা প্রতিবার লক্ষ্য করা যায় বলে সূত্রটি নিশ্চিত করেছেন। সূত্রটি আরও জানায়, নগরীর চৌমাথা লেকের পাড়, করিম কুটির জামে মসজিদের সামনে, ব্রাউন কম্পাউন্ড রোড, ব্রাউন কম্পাউন্ড মহিলা হোস্টেলের সামনে, শের-ই বাংলা মেডিক্যাল কলেজের মধ্যে, কলেজের ইন্টার্নী হোস্টেলের সামনে, সিসিইউ ভবনের পিছনে, এলজিইডি অফিসের সামনে, ক্লাব রোড, জর্ডন রোড, সাগরদী ব্রীজের ঢাল, রূপাতলীর বটতলা, আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতু, সিএন্ডবি রোডের ১নং পুল, বৈদ্যপাড়ার মুখ, বিএম কলেজ প্রথম গেট, গোরস্থান রোডের মুখ, মুন্সী গ্রেজের মুখ, ভাটার খাল, রায় রোড এবং হাসপাতাল রোডের সংযোগস্থল, নাজির মহল্লা, কাউনিয়া খাল পাড় সড়কসহ অর্ধশতাধিক স্পটে ছিনতাইয়ের জন্য চক্রগুলো প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, নগরীজুড়ে প্রায় ৪০টি ছিনতাইকারী চক্র প্রতিনিয়ত কাজ করে। এসব ছিনতাইকারীদের প্রতিরোধে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (ডিবি) ফরহাদ সরদার জানান, ঈদে নিরাপত্তায় নগরজুড়ে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ছিনতাইয়ের স্পটগুলোতে বিশেষ নজরদারী বৃদ্ধিসহ পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন জানান, ছিনতাইরোধে মহানগর পুলিশ সবসময়ই তৎপর রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে জনসাধারণের নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
×