ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু ও জসলদিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লন্টে কর্মরত বিদেশীদের নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০২:৩৭, ৩ জুলাই ২০১৬

পদ্মা সেতু ও জসলদিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লন্টে কর্মরত বিদেশীদের নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু এলাকা ও জসলদিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এলাকায় কর্মরত বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গী হামলার পর হতেই এ নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি শ্রীনগর সার্কেল) মো. সামসুজ্জামন বাবু জানান, দেশের সব চেয়ে বৃহৎ ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পে অনেক চাইনিজ প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিক কাজ করছে। তা ছাড়া এর কয়েক কি.মি. দূরে লৌহজংয়ের জসলদিয়াতে কাজ চলছে জসলদিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লন্ট প্রকল্পের। এ প্রকল্পেও চাইনিজসহ বিদেশীরা কাজ করছে। গুলশানের জঙ্গী হামলার পরেই গত শনিবার হতে এ দুটি প্রকল্পে বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। তাদেরকে এখন আর অবাধে চলাফেরা করতে দেয়া হচ্ছেনা। যদিও পদ্মা সেতুর নিরাপত্তায় এখানে সেনাবাহিনীর একটি মিনি ক্যান্টনমেন্ট রয়েছে। তার পরেও বিদেশীদের নিরাপত্তার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিদেশীদের নিরাপত্তায় পুলিশ র্যাাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারাও কাজ করছে।
×