ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদে বিক্রি বেড়েছে দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের

প্রকাশিত: ০৪:১৩, ৪ জুলাই ২০১৬

ঈদে বিক্রি বেড়েছে দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের

অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজানের প্রায় শেষ। সামনে ঈদ। চলছে ঈদ কেনাকাটার ধুম। এরমধ্যে ভিড় বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতে। এ অবস্থায় ব্যাপক বিক্রি বেড়েছে দেশীয় পণ্যের। বিশেষ করে ফ্রিজ, ডিপ ফ্রিজ, এলইডি টিভি, এসি এবং হোম এ্যাপ্লায়েন্সের বিক্রি বেড়েছে আশাতীত। এছাড়া শেষ মুহূর্তের চাহিদা পূরণে প্রস্তুত রয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, গতবারের তুলনায় এবারের রোজায় প্রায় ৪০ শতাংশ বেশি পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মার্সেল। কিন্তু, রোজা শেষ হওয়ার আগেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গতবারের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি পণ্য বিক্রি হয়েছে মার্সেলের। এছাড়া গত মে মাসের তুলনায় চলতি জুন মাসে ১৫০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির নো-ফ্রস্ট ফ্রিজ। মার্সেল কর্মকর্তারা জানান, দেশের বাজারে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে তাদের পণ্য। এবার রোজা এবং ঈদে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ঈদের আগে ক্রেতারা ভিড় করছেন সারাদেশের মার্সেল শোরুমগুলোতে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মার্সেলের ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির রেফ্রিজারেটর।
×