ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৪৭৩ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:১৫, ৪ জুলাই ২০১৬

ব্লক মার্কেটে ৪৭৩ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ৩৩ কোম্পানি ও ৬ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৬ কোটি ৭৫ লাখ ৭৬টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪৭৩ কোটি ৮০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। এই কোম্পানি মোট ৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৮৩১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ১৯৬ কোটি ৪৪ লাখ টাকা। আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ান ২৭ লাখ ৫০ হাজার ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে ফান্ডটি ১ কোটি ৪৯ লাখ টাকার ইউনিট লেনদেন করেছে। ম্যাকসন স্পিনিং ২৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। তসরিফা ইন্ডাস্ট্রিজ ২০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। স্কয়ার ফার্মা ১৫ লাখ ৪৬ হাজার শেয়ার লেনদেন করে পঞ্চম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ইসলামী ব্যাংক ১৫ লাখ ২০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, পিপলস ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, ডরিন পাওয়ার, ইস্টার্ন হাউজিং, পাওয়ার গ্রীড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এসিআই, ডেল্টা ব্র্যাক হাউজিং, এমজেএলবিডি, ওয়ান ব্যাংক, রেকিট বেনকিজার, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, রেনেটা, ব্র্যাক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, লিন্ডেবিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাটা সু, ইবিএল, গ্রামীণফোন।
×