ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩৪, ৪ জুলাই ২০১৬

জঙ্গীবিরোধী  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দেশব্যাপী সংখ্যালঘু পুরোহিতদের ওপর হামলাসহ কুপিয়ে হত্যা, গুলশানে জিম্মির পর হত্যার ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নগরীতে জঙ্গীবিরোধী বিক্ষোভ মিছিল, সড়কে শুয়ে ভিন্নতর প্রতিবাদ ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন হিন্দু-বৌদ্ধ-খীস্ট্রান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দরা। নগরীর বিভিন্ন পূজা ম-পের পুরোহিতসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল শেষে অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা এ সময় সড়কে শুয়ে ও বসে অবরোধ করেন। অবরোধের মুখে রাস্তার দু’ধারে যানজটের সৃষ্টি হয়। পড়ে নেতৃবৃন্দরা সদর রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, বলরাম দাস, তাপসী দাস, রনপ্রিয় দাস অধিকারী, অমিত গুপ্ত দাস প্রমুখ।
×