ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলশান হামলা নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ

প্রকাশিত: ০৫:৩৩, ৪ জুলাই ২০১৬

গুলশান হামলা নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে গুলশানের ভয়াল সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে রাখা নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলের নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। তখন সব শ্রেণী-পেশার মানুষ নিহতদের কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন এবং ঘৃণা-ধিক্কার জানাবেন খুনী সাম্প্রদায়িক জঙ্গী-সন্ত্রাসীদের। উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ২০ বিদেশীর মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানী, একজন ভারতীয় এবং ৩ জন বাংলাদেশী রয়েছেন। এছাড়া জঙ্গী হামলায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ এবং গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামও রয়েছেন। ওসি সালাহউদ্দিনকে বনানীর কবরস্থানে এবং এসি রবিউলকে মানিকগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
×