ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গুলশান হামলার নিন্দায় বান কি মুন ও নিরাপত্তা পরিষদ

প্রকাশিত: ০৫:৩৩, ৪ জুলাই ২০১৬

গুলশান হামলার নিন্দায় বান  কি মুন ও নিরাপত্তা পরিষদ

কূটনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রবিবার এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিহতদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি তিনি গভীর সহানুভূতি প্রকাশ করেন। আর যারা আহত হয়েছেন তিনি তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং মোকাবেলা করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরালো করার ওপর জোর দেন মহাসচিব। তিনি আশা প্রকাশ করেন, যারা এই অপরাধের পেছনে রয়েছে তাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করবে বাংলাদেশ সরকার। হুমকি মোকাবেলায় বাংলাদেশের পাশে দৃঢ় অবস্থান নেয়ার আশ্বাসও দেন তিনি। এছাড়া পৃথক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গুলশানের হামলার ঘটনাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছে। নিরাপত্তা পরিষদ তার বিবৃতিতে বলে এটি খুবই জঘন্য এবং কাপুরুষোচিত হামলা। এই ধরনের হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
×