ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেসবুকে অনুবাদ সুবিধা

প্রকাশিত: ০৫:৩৯, ৪ জুলাই ২০১৬

ফেসবুকে অনুবাদ সুবিধা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুক। বিশ্বব্যাপী ১৫০ কোটির বেশি মানুষ ব্যবহার করেন এই সাইটটি। এর মধ্যে অর্ধেক মানুষ ইংরেজী ভাষায় ফেসবুক ব্যবহার করেন। আর বাকি অর্ধেক বিভিন্ন ভাষাভাষীর। ফেসবুক এমন একটি মাধ্যম যা তৈরি করা হয়েছে পুরো বিশ্বের মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার, পাশাপাশি সকলের মধ্যে সহজে সামাজিক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে। কিন্তু বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় সবচেয়ে বড় বাধা হলো ভাষা। এ বাধা দূর করতে এবার দারুণ এক উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যার ফলে ৪৪টি ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন ব্যবহারকারীরা। অনেকটা ‘গুগল ট্রান্সলেটর’-এর মতো। স্ট্যাটাস লেখার পর নতুন ‘মাল্টিলিংগুয়াল কম্পোজার’ ফিচারটির মাধ্যমে ৪৪টির মধ্যে যে ভাষায় স্ট্যাটাস পোস্ট করতে চান, সেটি সিলেক্ট করে দিলেই কাক্সিক্ষত ভাষায় স্ট্যাটাসটি পোস্ট হয়ে যাবে। নতুন এই ফিচারটির ‘বেটা টেস্টিং’ শুরু হয়েছে। ধীরে ধীরে সব ব্যবহারকারীর ক্ষেত্রে এই ফিচার চালু হবে বলে জানা গেছে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, ভাষান্তরের এ পুরো প্রক্রিয়াটি হবে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে। ফেসবুকে ‘সি ট্রান্সলেশন্স’ নামে একটি অনুবাদসেবা এরই মধ্যে চালু রয়েছে। অনেকটা একই প্রক্রিয়ায় এ সেবাটিও সরবরাহ করা হবে। ফেসবুক ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতেই এ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমটির। সূত্র: ওয়েবসাইট
×