ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী বাঁধনকে ছবি দেখে শনাক্ত করলেন বাবা-মা

প্রকাশিত: ০৭:৫৭, ৪ জুলাই ২০১৬

জঙ্গী বাঁধনকে ছবি দেখে শনাক্ত করলেন বাবা-মা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় হামলাকারী বন্দুকধারী জঙ্গীদের একজনের বাড়ি বগুড়ায়। বাঁধন নামে সে পরিচয় দিত। প্রকৃত নাম খায়রুজ্জামান। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বাঁধনের ছবি দেখে পরিচয় নিশ্চিত করেন তার বাবা আবুল হোসেন ও মা পিয়ারা বেগম। বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, রাতে পুলিশের একটি দল শাজাহানপুর উপজেলার কুষ্টিয়া গ্রামে গিয়ে বাঁধনের বাবা ও মাকে পরিচয় শনাক্ত করার জন্য থানায় আনে। পরে তাদের ছবি দেখানো হলে তারা তাদের ছেলেকে শনাক্ত করেন। খায়রুজ্জামান ওরফে বাঁধন শাজাহানপুর মিহিগ্রাম কওমী মাদ্রাসায় লেখাপড়া করত। গত দেড় বছর ধরে সে নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, এই সময়েই সে জঙ্গীদের দলে ভিড়ে যায়। বাঁধনের বাবা-মাকে আটক করা হয়েছে কি না- এ বিষয়ে পুলিশ সুপার জানান, তাদের শুধু ছেলেকে শনাক্ত করার জন্য আনা হয়েছিল। পরবর্তী অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে। তবে তারা নজরদারির মধ্যে থাকবেন।
×