ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আর নয় মৃত্যুর মিছিল ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ

প্রকাশিত: ০৭:৫৮, ৪ জুলাই ২০১৬

আর নয় মৃত্যুর  মিছিল ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ গুলশানে জঙ্গী হামলায় দেশী-বিদেশী নাগরিকদের হত্যার প্রতিবাদে রবিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেছেন, পাশবিক এই হত্যাকাণ্ডের নিন্দা, শোক বা বেদনা প্রকাশের ভাষা হারিয়ে গেছে। এই হত্যাকাণ্ডে প্রমাণিত হয়, ধর্মান্ধতা আমাদের তরুণ সমাজকে ক্রমেই দানবে পরিণত করেছে। ‘আর নয় মৃত্যুর মিছিল, ধর্মের অপমান, হাতে হাতে কোটি মানুষ শপথে বলিয়ান’ শিরোনামে এই প্রতিবাদ সভায় গুলশান হামলার ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। এতে অংশ নেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর। মামুনুর রশীদ বলেন, ‘গণতন্ত্র ও মানবতার পক্ষে আমাদের লড়াই চলবেই। এ দেশকে আমরা কোনভাবেই সাম্প্রদায়িক দেশ হতে দেব না।’ মফিদুল হক বলেন, ‘সমাজ থেকে জঙ্গীবাদের বীজ নির্মূল করতে সংস্কৃতি শিক্ষা ও সামাজিক কর্মকা- ব্যাপকভাবে জোরদার করতে হবে। তথাকথিত ইসলামী জঙ্গীদের হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি জাতীয় ঐক্য রচনার শপথ আমরা দৃঢ়ভাবে ব্যক্ত করছি।’
×