ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ইশরাত আখন্দের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৬:১৩, ৫ জুলাই ২০১৬

গাজীপুরে ইশরাত আখন্দের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রাজধানী ঢাকার গুলশানে গত শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় নিহত বিজিএমইএ-এর সাবেক উপদেষ্টা ইশরাত আখন্দের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ওই ইনস্টিটিউটের কবরস্থানে দাফন করা হয়। জানাজায় নিহতের মামা হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশরাফ হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, নিহত ইশরাত আখন্দের বড় ভাই আলী হায়াত আখন্দ, তার অপর ভাই কৃষি গবেষণা ইনস্টিটিউটের জীব প্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল্লাহ ইউসুফ আখন্দ প্রমুখ শরিক হন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ভাগ্যরাণী বণিক, প্রাক্তন মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক (প্রশাসন) ড. শাহজাহান কবীর, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান এবং নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নিহতের ভাই ড. আব্দুল্লাহ ইউসুফ আখন্দ জানান, তার কর্মস্থল কৃষি গবেষণা ইনস্টিটিউট হওয়ায় তার বোনকে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কবরস্থানে দাফন করা হয়।
×