ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মরগান

প্রকাশিত: ২০:১৯, ৫ জুলাই ২০১৬

বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মরগান

অনলাইন ডেস্ক॥ গুলশানের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার দেশটির ওয়ানডে দলের অধিনায়ক ইয়্যুন মরগান সফরে দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর ইএসপিএন ক্রিকইনফোর। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংলিশদের। এ প্রসঙ্গে মরগান বলেন, “আমি মনে করি এই মুহূর্তে বড় শঙ্কা রয়েছে। আমরা সবসময়ই বড় সিদ্ধান্তগুলো ইসিবির হাতে ছেড়ে দিয়েছি। তারা প্রতিবেদন লিখে, কাউকে পরিস্থিতি দেখতে পাঠায় তা নিরাপদ কিনা এবং এরপর খেলোয়াড়রা এ নিয়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট কিনা দেখে। কিন্তু এ মুহূর্তে এটা বড় শঙ্কার বিষয়।” নিরপত্তা সন্তোষজনক না হলে যদি সফরটি বাংলাদেশের বাইরে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে মরগানের মত, “আমি মনে করি, এটা সম্ভব হতে পারে।”
×