ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

প্রকাশিত: ২০:৩৭, ৫ জুলাই ২০১৬

 ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

অনলাইন রিপোর্টার॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের গেট থেকে নবীনগর পর্যন্ত ৫ কিলোমিটার যানজট লক্ষ করা গেছে। আজ মঙ্গলবার শেষ সময়ে ঈদে ঘরমুখো মানুষ বহনকারী গাড়ির বাড়তি চাপের কারণে এ অবস্থা। তবে ঢাকা-আরিচা মহাসড়কের কিছু কিছু এলাকায় গাড়ি ধীর গতিতে চলাচল করছে। রাত থেকে থেমে থেমে বৃষ্টির কারণে এ ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে গেছে। এ ছাড়া মহাসড়কের পাশে বিভিন্ন সংযোগ সড়কের কারণেও এ যানজট তৈরি হচ্ছে বলে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে। এদিকে আশুলিয়া-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-চন্দ্রা এ দুই রুটের যানজট বঙ্গবন্ধু সেতু পর্যন্ত গিয়ে ঠেকেছে। এতে ঈদ উদযাপনে ঘরমুখী যাত্রীদের পোহাতে হচ্ছে প্রচণ্ড দুর্ভোগ। বেশি সমস্যা নারী ও শিশুদের। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকায় বিভিন্ন স্থানে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। তবে সেটা যাতে না সে জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।
×