ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে বন্যায় ১৮০’র বেশি মানুষের প্রাণহানি

প্রকাশিত: ২১:০৬, ৫ জুলাই ২০১৬

চীনে বন্যায় ১৮০’র বেশি মানুষের প্রাণহানি

অনলাইন ডেস্ক॥ চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে ‘সুপার এল নিনো’র প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সাতটি রাজ্যে গত কয়েকদিনে ১০ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে ইয়ংজি নদীর পানি দুকুল উপচে পানি প্রবল বেগে লোকালয়ে ঢুকে পড়ে। বন্যায় প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে বসত বাড়ি ও জমির ফসল। অনেক অঞ্চলে সড়ক ও রেলযোগাযোগ বন্ধ রয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, শুক্রবার পার্বত্য প্রদেশ গুইঝুতে ভূমিধসে একটি পুরো গ্রাম মাটির নিচে চাপা পড়ে। ডাফাং কাউন্টি সরকারের পক্ষ থেকে বলা হয়, মাটির নিচ থেকে ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, আরও সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া, মধ্য হুবেইয়ে বন্যায় বৃহস্পতিবার ২৭ জন নিহত হয়। সেখানে নিখোঁজ রয়েছে আরও ১২ জন। আনহুই প্রদেশে ১৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সরকারি অধিদপ্তর। কয়েকটি স্থানে খনিতে বন্যার পানি ঢুকে পড়ায় খনি শ্রমিকদের মাটির নিচে আটকে পড়ার খবরও পাওয়া গেছে। বুধবার পর্যন্ত এ অবস্থা চলবে। এরপর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে দেশেটির আবহাওয়া অধিদপ্তর।
×