ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এখন অশ্বিনই সেরা স্পিনার ॥ মুরালিধরন

প্রকাশিত: ২২:১৬, ৫ জুলাই ২০১৬

এখন অশ্বিনই সেরা স্পিনার ॥ মুরালিধরন

অনলাইন ডেস্ক॥ টেস্টে ৮০০ উইকেটের বিশ্ব রেকর্ড তার। মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড কখনো ভাংবে বলে মনেও হয় না। আর শ্রীলঙ্কার এই সাবেক অফ স্পিনার এবার প্রশংসায় ভাসালেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। মুরালির চোখে এখন টেস্ট ক্রিকেটে অশ্বিনই সবার সেরা স্পিনার। "আমার মনে হয় অশ্বিন এখনকার টেস্ট স্পিনার হিসেবে সবার ওপরে আছে।" তবে অস্ট্রেলিয়ার অফ স্পিনার ন্যাথান লায়নের প্রশংসাও করেছেন ভিন্ন কারণে। মুরালির ভাষায়, "লায়ন খুব ভালো বোলার। ভালো অফ স্পিনার। টেস্ট ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। অস্ট্রেলিয়ার হয়ে অনেক উইকেট নিয়েছে। ভিন্ন কন্ডিশনে স্পিন সহজ না। টার্নিং উইকেটেও কিছু উইকেট নিয়েছে সে।" ৪৪ বছরের মুরালি ১৩৩ টেস্টে ৮০০ উইকেট শিকার করে ২০১০ সালে অবসরে গেছেন। ইতিহাসের সেরা স্পিনারদের একজন তিনি। অশ্বিন ২০১১ থেকে টেস্ট খেলছেন। ৩২ টেস্টে ২৫.৩৯ গড়ে ১৭৬ উইকেট তার শিকার। আর লায়ন ৫৪ টেস্টে ১৯৫ উইকেট নিয়েছেন। সামনে শ্রীলঙ্কা সফরে আসছে অস্ট্রেলিয়া। মুরালি মনে করেন, এবারের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা বেশি। কারণ, লঙ্কান দল অনেক অনভিজ্ঞ।
×