ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইহুদি বিরোধী টুইট ॥ ট্রাম্পের সমালোচনায় হিলারি

প্রকাশিত: ০১:৪১, ৫ জুলাই ২০১৬

ইহুদি বিরোধী টুইট ॥ ট্রাম্পের সমালোচনায় হিলারি

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। ট্রাম্প টুইটারে ইহুদি বিরোধী বক্তব্য দেওয়ায় হিলারি তার সমালোচনা করেন। ট্রাম্প গত শনিবার তার টুইটারে হিলারির ছবি প্রকাশ করেন। ছবির পেছনে প্রচুর ডলার এবং পাশে ছয়কোনা বিশিষ্ট তারা রয়েছে। তারার ভেতর লেখা রয়েছে এ যাবতকালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রার্থী। কিন্তু ইহুদি চিহ্ন ডেভিডের প্রতিচ্ছবি হিসেবে তারার ব্যবহারে ক্ষুব্ধ হিলারি তার সমালোচনা করে বলেছেন, ট্রাম্প ইহুদি বিরোধী ভাবমূর্তি ব্যবহার করে তার প্রচারণাকে এগিয়ে নিতে চাইছেন। কিন্তু এটি ভোটারদের মাঝে উদ্বেগের জন্ম দেবে। হিলারি আরো বলেন, ট্রাম্প মিথ্যের ফেরি এবং অন্যদের দোষারোপ করছেন। তবে ট্রাম্প বলেছেন, ডেভিডের প্রতিচ্ছবিমূলক নয়, এটি একটি সাধারণ তারা।
×