ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জ-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: ১৯:৫৯, ৬ জুলাই ২০১৬

মুন্সীগঞ্জ-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ-ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা-মুন্সীগঞ্জ রুটে ৬০ টাকার স্থলে ১শ’ টাকা এবং ঢাকা-দিঘিরপাড় রুটে ৯০ টাকার স্থলে আদায় করা হচ্ছে ১২০ টাকা। ভূক্তভোগী যাত্রীদের সাথে এই নিয়ে বিতন্ড হলেও কোন সুরাহা হচ্ছে না। এই রুটে চলাচলকারী প্রধান পরিবহন “দিঘিরপাড় পরিবহন”। এই পরিবহনের এক দায়িত্বশীল না প্রকাশ না করার শর্তে বলেন, অতিরিক্ত ভাড়া নিচ্ছে কতিপয় সন্ত্রাসীরা। গুলিস্থানে তাদের নিয়ন্ত্রণেই চলছে পরিবহন। তাদের ইচ্ছায়ই এই ভাড়া আদায় করা হচ্ছে এবং এই পুরোটাকা যাচ্ছে এই মাস্তান এবং পুলিশের পকেটে। ব্যাংকর মাসুদ হোসেন জানান, তিনি বিকালে ১২০ টাকা দিয়ে দিঘিরপারের টিকিট সংগ্রহ করেন। কিন্তু এর প্রতিবাদ করলে উল্টো তার সাথে দুর্ব্যবহার করে পরিবহনটির লোকজন। এব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, এই অতিরিক্ত বাড়া আদায় ও সিটের বেশী যাত্রী বহনের দায়ে পরিবহনটিকে এর আগে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এরপরও এই অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে তিনি বিস্মিত হন এবং প্রয়োজনয়ি ব্যবস্থা গ্রহনের কথা জানান।
×