ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ার আড়াই হাজার পরিবারের আজ ঈদ

প্রকাশিত: ২০:২১, ৬ জুলাই ২০১৬

 কলাপাড়ার আড়াই হাজার পরিবারের আজ ঈদ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার আড়াই হাজার পরিবার আজ বুধবার ঈদ-উল ফিতর উদযাপন করছেন। একদিন আগেই এসব পরিবার ঈদের কেনাকাটা সম্পন্ন করেছেন। এই অনুসারীদের ৩০ টি রোজা মঙ্গলবার শেষ হয়েছে। ধানখালী ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামায়াত আজ বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কলাপাড়া পৌরশহরের কুমার পট্টিতে প্রতিবছরের মতো একটি ছোট্ট জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। উপজেলার নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে এদের অধিকাংশের বসবাস। ঈদ-উল ফিতর উদযাপনকে ঘিরে এসব পরিবারের মাঝে বিরাজ করছে আনন্দ মুখর পরিবেশ।
×