ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে আইএস

প্রকাশিত: ২০:৪৩, ৬ জুলাই ২০১৬

 মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে আইএস

অনলাইন ডেস্ক॥ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে ইরাক ও সিরিয়া ভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি আইএসের প্রকাশিত বেশ কয়েকটি ভিডিও ফুটেজের একটিতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার শাসকদের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণার কথার জানান দেয় আইএস। ভিডিওতে দেখা যায় অস্ত্রধারী এক প্রাপ্তবয়স্ক পুরুষকে ঘিরে রয়েছে একদল শিশু। এর একটু দুরেই আরেক কিশোরকে একটি একে-৪৭ রাইফেল উঁচিয়ে দোলাতে দেখা যায়। প্রাপ্ত বয়স্ক লোকটি ডান হাতের তর্জনী উঁচিয়ে কোনো এক ভাষায় কথা বলছিল। লোকটি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলছিল, “জেনে রাখ, আমরা এখন আর তোমাদের নাগরিক নই। আর তোমাদের কাছ থেকে নিজেদের স্বাধীন করে নিয়েছি আমরা। আল্লাহর অনুমোদন এবং সহায়তায় আমরা তোমাদের দিকেও এমন এক সেনাবাহিনী নিয়ে আসছি যাকে তোমরা পরাস্ত করতে পারবেনা।”
×