ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ পটুয়াখালীর ৩০ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদ

প্রকাশিত: ২১:৩০, ৬ জুলাই ২০১৬

আজ পটুয়াখালীর ৩০ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সাথে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ৩০ গ্রামে আজ বুধবার পালিত হবে ঈদ-উল-ফিতর। জেলার বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলাসহ প্রায় ৩০ টি গ্রামের অর্ধলক্ষ মানুষ পবিত্র ঈদ-উল-ফিতর পালন করবেন। আজ বুধবার সকাল ৯টায় পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দরবার শরীফের ছোট পীর মুহাম্মদ নাছির বিল্লাহ রব্বানী জামায়াতে ইমামতি করবেন। কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়ার জাহাগিরিয়া শাহসূফী মমতাজিয়া দরবার শরিফের প্রধান খাদেম মো. নিজামউদ্দিন বিশ্বাস জানান বুধবার সকাল ১০টায় দরবার শরিফে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। অপদিকে রাঙ্গাবালী, বড়বাইশদিয়া, মৌডুবী, চালিতাবুনিয়া এ তরিকার অনুসারীরা ঈদ উদযাপন করবেন বলেও স্থানীয়রা জানান। পটুয়াখালীর গলাচিপার উপজেলার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দনি দেবপুর, সদর উপজেলার বদরপুর, ছোটবিঘাই, বড় বিঘাই এবং ইটবাড়িয়াস অগ্রিম ঈদ অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে ওই গ্রামবাসী চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত।
×