ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেল-জরিমানার বিরুদ্ধে আপিল করবেন মেসি

প্রকাশিত: ২০:২৭, ৭ জুলাই ২০১৬

জেল-জরিমানার বিরুদ্ধে আপিল করবেন মেসি

অনলাইন ডেস্ক ॥ লিওনেল মেসি তার জেল-জরিমানার বিরুদ্ধে আপিল করবেন। তার আইনজীবিরা নিশ্চিত, মেসির নামের পাশ থেকে এই কলঙ্ক তারা মুছে ফেলতে পারবেন। স্পেনের একটি আদালত বুধবার কর ফাঁকির মামলায় বার্সেলোনা ও আর্জেন্টিনা তারকা মেসিকে ২১ মাসের জেলের শাস্তি দিয়েছে। স্পেনের আইনে এমন অপরাধে অবশ্য জেল খাটতে হয় না। সন্ত্রাসী কার্যকলাপের অপরাধ বিহীন এমন প্রথম শাস্তির আদেশ স্থগিত থাকে। দুই বছরের কম সময়ের সাজা হলে এই আইন প্রযোজ্য। মেসির আইনজীবির বিশ্বাস আপিল করে আদালতে তারা মেসি ও তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আইনজীবি এনরিক বাসিগালাপো ও হাভিয়ের সাঞ্চেজ-ভেরা জানিয়েছেন, "আদালতের কাছে আমরা প্রমাণ করতে পারবো।" ২০০৭-০৯ এ কর ফাঁকির মামলা চলছিল মেসি ও তার বাবার বিরুদ্ধে। তাদের দোষী পেয়েছে বার্সেলোনার আদালত। মেসির বাবা তার হিসেব নিকেশ দেখেন অনেক আগে থেকে। ২৯ বছরের মেসির ২.০৯ মিলিয়ন ইউরো ও তার বাবার ১.৬ মিলিয়ন ইউরো জরিমানা হয়েছে। তবে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। আদালতে মেসি জানিয়েছিলেন, তার টাকার হিসেব নিকেশ দেখাশোনা করেন তার বাবা। তিনি এর কিছুই জানেন না। মেসির বাবাও একই কথা জানিয়েছেন।
×