ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তরপ্রদেশের আকাশে ‘ইউএফও’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুলুস্থুল!

প্রকাশিত: ২১:২১, ৭ জুলাই ২০১৬

 উত্তরপ্রদেশের আকাশে ‘ইউএফও’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুলুস্থুল!

অনলাইন ডেস্ক ॥ উত্তরপ্রদেশে নাকি ইউএফও দেখা গেছে! ক’দিন ধরেই হোয়াটঅ্যাপ, ফেসবুকে তেমনই ‘খবর’ ছড়িয়ে পড়েছে। সঙ্গে রয়েছে ‘উড়ন্ত চাকি’র মতো একটা ছবিও। জল্পনা, আলোচনা এত দূর গড়িয়েছে যে নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার পর্যন্ত। ‘উড়ন্ত চাকি’র সেই ছবি পাঠানো হয়েছে আবহাওয়া দফতরে। আর একটু খুলে বলা যাক বিষয়টা। সপ্তাহ খানেক আগে ফেসবুকে এক ব্যক্তি এই ‘উড়ন্ত চাকি’র ছবি পোস্ট করেন। ঘর-বাড়ির ঠিক উপর দিয়ে উড়ে চলেছে সেই চাকতি। পোস্টের সঙ্গে লেখা, এটি কাশগঞ্জ জেলার মানপুরের আকাশে দেখা গিয়েছিল। মোবাইলের ক্যামেরায় নাকি ছবিটি তোলা। ফেসবুকে পোস্ট করার পর দ্রুত এই ছবি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হোয়াটস অ্যাপ মারফত তা পৌঁছে যায় জেলা অফিসারের মোবাইলেও। এলাকার মানুষের মুখে মুখে উড়ন্ত চাকির গল্প এমন ভাবে ছড়িয়ে পড়ে যে, চুপচাপ বসে থাকা সম্ভব হয়নি প্রশাসনের পক্ষে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×