ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ঈদ জামাতে মানুষের ঢল

প্রকাশিত: ২১:৪৬, ৭ জুলাই ২০১৬

মুন্সীগঞ্জে ঈদ জামাতে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ঈদ জামাতে মানুষের ঢল নামে। গত কয়েক দিনের টানা বৃষ্টির পর বৃহস্পতিবার ছিল রোদ্রকোজ্জ্বল সকাল। একে অপরের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। মিলন মেলায় পরিনত হয় মফস্বল জেলা মুন্সীগঞ্জ। শহরের কালেক্টরেট ঈদ গাঁয়ে ময়দানে সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন মুফতি মো. শহিদুল্লাহ। পরে দেশ ও জাতির জন্য সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও জেলার অন্তত ২৯০টি ঈদ গাঁয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া অসংখ্য মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।
×