ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাক যুদ্ধে জড়িয়েছিল ব্রিটেন

প্রকাশিত: ২১:৫০, ৭ জুলাই ২০১৬

 ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাক যুদ্ধে জড়িয়েছিল ব্রিটেন

অনলাইন ডেস্ক ॥ ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০০৩ সালে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়েছিল ব্রিটেন। দেশটির বহু প্রতীক্ষিত এক অভ্যান্তরীণ তদন্ত প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। বলা হচ্ছে, সেই সময়ের গোয়েন্দা তথ্যগুলোকে যাছাই না করেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যা ছিল একটি ভুল সিদ্ধান্ত। তদন্ত কমিটির চেয়ারম্যান অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা জন চিলকট বুধবার বলেন, ইরাক আক্রমণ করার সিদ্ধান্ত ছিল চরম ভুল। রিপোর্ট প্রকাশ করার কিছুক্ষণ আগে তিনি বলেন, কোন এক পর্যায়ে হয়ত ইরাক আক্রমণ করা প্রয়োজনীয় হয়ে উঠতে পারতো। তবে ২০০৩ সালের মার্চ মাসে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দিক থেকে কোন আসন্ন হুমকি ছিলো না। ২৬ লাখ শব্দে লেখা রিপোর্টটি অনলাইনে পড়ার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। রিপোর্টে জানানো হয়, ব্রিটনের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অনেক আগেই যুদ্ধ করার জন্য বুশকে কথা দিয়ে রেখেছিলেন। শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পথে না হাঁটার এই সিদ্ধান্তের আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করা যায় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
×