ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ্যামাজনের পাওয়া গেল অদ্ভুত প্রজাপতি

প্রকাশিত: ২১:৫২, ৭ জুলাই ২০১৬

অ্যামাজনের পাওয়া গেল অদ্ভুত প্রজাপতি

অনলাইন ডেস্ক॥ সম্প্রতি অ্যামাজনের জঙ্গলে পাওয়া গেল অদ্ভুত প্রজাপতি। এ প্রজাপতির খাবার হিসেবে ব্যবহৃত হয় অন্য পিঁপড়ে প্রজাতির রক্ষিত বাঁশের মণ্ড। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। গবেষকরা দেখতে পেয়েছেন বিশেষ এক প্রজাতির প্রজাপতি রয়েছে, যারা মূলত পিঁপড়ের খাবার চুরি করে। প্রাপ্তবয়স্ক প্রজাপতি অন্য কারো খাবার সাধারণত চুরি করে না। এক্ষেত্রে প্রজাপতিটি অন্য সব প্রজাপতি থেকে আলাদা বলেই মনে করছেন গবেষকরা। তবে শুধু চুরি নয়, পিঁপড়ে ও প্রজাপতির মধ্যে নিবিড় সম্পর্কও দেখা গেছে। এ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেন গবেষকরা। সে গবেষণাতেই উঠে এসেছে এ প্রজাপতিটির কথা। গবেষণাপত্রটির সহ-লেখক ও ফিল্ড বায়োলজিস্ট অ্যারন পমেরাঞ্জ বলেন, ‘এটি প্রাপ্তবয়স্ক প্রজাপতির বিষয়ে একধরনের অদ্ভুত বিষয়।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রজাপতি শুধু সম্পদ চুরিই করছে না, তারা তা নিয়ে নিজেদের কাজেও লাগাচ্ছে।
×