ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এরশাদ ও রওশনের ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ২২:০৫, ৭ জুলাই ২০১৬

এরশাদ ও রওশনের ঈদের শুভেচ্ছা বিনিময়

অনলাইন রিপোর্টার ॥ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। প্রতিবছরের মতো ঈদের নামাজ শেষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। পরে রওশন এরশাদ বলেন, এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদ। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক একটি দেশ আমরা গড়ে তুলবো। যেখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বাস করবো ও একসঙ্গে দেশ গড়ে তুলবো। আমরা সেই বাংলাদেশই চাই। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, উপরওয়ালার কাছে দোয়া করি তিনি যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে দেয়। এবং আমরা আবার সেই আগের বাংলাদেশ ফিরে পায়। শান্তিতে ও নিরাপত্তায় বাস করতে পারি। নিরাপদে চলাচল করতে পারি। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশের মানুষকে সব ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আহ্বান জানান এরশাদ ও রওশন এরশাদ।
×