ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে ভারত দল

প্রকাশিত: ২২:১২, ৭ জুলাই ২০১৬

টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে ভারত দল

অনলাইন ডেস্ক ॥ বিরাট কোহলির নেতৃত্বে ভারত দল এখন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে স্বাগতিকদের সাথে ৪ টেস্টের সিরিজ খেলবে তারা। খেলোয়াড়ী জীবনে অনীল কুম্বলে একাধিকবার ক্যারিবিয়ান সফর করেছেন। কিন্তু ভারতের কোচ হিসেবে এটা তার প্রথম সফর। ভারতের টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পরও এটা প্রথম সফর কোহলির জন্য। বৃহস্পতিবার সেন্ট কিটসে পৌঁছেছে ভারত দল। সেখানেই ৯ থেকে ১০ জুলাই এবং ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ২১ জুলাই অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। টুইটারে কুম্বলে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, "সেন্ট কিটসে পৌঁছলাম। লম্বা সফর ছিল।" ভারতীয় দলের সেদেশে পৌঁছানোর খবর নিজেদের পেজে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও। ২১ জুলাই থেকে ২৫ জুলাই প্রথম টেস্ট। এরপর জ্যামাইকার কিংস্টনে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় টেস্ট। গ্রস আইসলেটে ৯ থেকে ১৩ আগস্ট তৃতীয় টেস্ট। আর শেষ টেস্ট ১৮ থেকে ২২ আগস্ট ত্রিনিদাদে।
×