ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শোলাকিয়া হামলায় আহত ১ জন ময়মনসিংহ সিএমএইতে মারা গেছেন

প্রকাশিত: ২২:১৪, ৭ জুলাই ২০১৬

 শোলাকিয়া হামলায় আহত ১ জন  ময়মনসিংহ সিএমএইতে মারা গেছেন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে হাতবোমা হামলায় আহত সাত জনের মধ্যে পুলিশ কনস্টেবল আনসারুল ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। আনসারুল নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামের সিদ্দিকুরের পুত্র। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নূর আলম এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর আগে আনসারুলকে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে সিএমএইচএ নিয়ে যাওয়া হয়। অপর ছয়জনকে বেলা সোয়া ১২ টার দিকে ময়মনসিংহ সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে শোলাকিয়া হামলার সাথে জড়িত থাকার অভিযোগে র্যা ব-১৪ হামলাকারী এক জঙ্গীকে ২টি পিস্তলসহ আটক করেছে। র্যা ব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মঈনুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আটক এই জঙ্গীকে ময়মনসিংহ সিএমএইচতে নিয়ে যাওয়া হয়েছে।
×