ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিমের বিরুদ্ধে মার্কিন অবরোধ

প্রকাশিত: ২২:২১, ৭ জুলাই ২০১৬

কিমের বিরুদ্ধে মার্কিন অবরোধ

অনলাইন ডেস্ক ॥ মানবাধিকার লঙ্ঘনের দায়ে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বিরুদ্ধে প্রথমবারের মতো অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। উন ছাড়াও নর্থ কোরিয়ার শীর্ষ আরো ১০ কর্মকর্তাকেও অবরোধের আওতায় কালো তালিকাভুক্ত করেছে মার্কিন ট্র্যাজারি বিভাগ। এই অর্থনৈতিক অবরোধ ও কালো তালিকাভুক্তির ফলে যুক্তরাষ্ট্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে মার্কিন প্রশাসন। এছাড়াও যুক্তরাষ্ট্রের নাগরিকরা নর্থ কোরিয়ার সাথে কোনো বাণিজ্য ও লেনদেন করতে পারবে না। নর্থ কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোয় ইতিমধ্যে জাতিসংঘের অর্থনৈতিক অবরোধের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, নর্থ কোরিয়ায় লক্ষাধিক লোক জেলখানায় নিয়মিত দৈহিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হচ্ছে। নর্থ কোরিয়ার উপর সর্বশেষ অবরোধকে স্বাগত জানিয়েছে সাউথ কোরিয়া।
×