ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসিকে আরও অনেক বছর চায় বার্সা

প্রকাশিত: ২২:৩০, ৭ জুলাই ২০১৬

মেসিকে আরও অনেক বছর চায় বার্সা

অনলাইন ডেস্ক ॥ বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের বিশ্বাস, চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০১৮ সালের পরেও কাম্প নউয়ে থাকবেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জেতা মেসির বর্তমান চুক্তির মেয়াদ আর দুই বছর বাকি আছে। গত সপ্তাহে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে জাতীয় দলের হয়ে প্রথম বড় কোনো শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে মেসির। আর্জেন্টিনার হয়ে টানা তিন বছরে তিনটি ফাইনাল হারের পরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। তবে বার্তোমেউয়ের বিশ্বাস, কাম্প নউয়ে তার ভবিষ্যৎ অনেক বেশি নিশ্চিত। “লিও মেসিকে আমরা সবাই চিনি। সে সব সময় জিততে চায় এবং জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই ব্যক্তিগত একটা বিষয়।” “মেসি বার্সার সঙ্গে যুক্ত এবং আমরা তাকে বলেছি, তার যত দিন ইচ্ছা তত দিন সে যেন এখানে থাকে। সে ফুটবলের একজন আন্তর্জাতিক দূতও।” “আমাদের সঙ্গে তার চুক্তির আরও দুই বছর বাকি আছে এবং অবশ্যই মেসি এটা (চুক্তি) নবায়ন করবেন। আমরা তাকে আরও অনেক বছর আমাদের সঙ্গে চাই।”
×