ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসির পাশে বার্সেলোনা

প্রকাশিত: ২২:৩২, ৭ জুলাই ২০১৬

মেসির পাশে বার্সেলোনা

অনলাইন ডেস্ক ॥ কর ফাঁকির দায়ে শাস্তি পাওয়া লিওনেল মেসির পাশে থাকার ঘোষণা দিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার তারকা ফুটবলার মেসি ও তার বাবাকে বুধবার ২১ মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। আদালতের রায়ের পর বার্সেলোনা বিবৃতি দিয়ে জানায়, নিজেকে ‘রক্ষা’ করতে মেসি যে সিদ্ধান্ত নেবে, বার্সেলোনা তা সমর্থন করবে। আদালতের রায় মেনে নিয়ে বিবৃতিতে বলা হয়, এফসি বার্সেলোনা লিওনেল মেসি ও তার পরিবারকে অভিযোগ থেকে মুক্ত হতে সমর্থন করে যাবে। নিজের সততা প্রমাণ করতে মেসি যে আইনি পদক্ষেপ নেবে তাও সমর্ন করবে এফসি বার্সেলোনা। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য বুধবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না। মেসি ও তার বাবার আগের কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় তাদের আপাতত কারাগারে যেতে হবে না। জরিমানার শাস্তি থেকে রেহাই পাবেন না তারা। আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করেছে।
×