ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জন্মদিনে ধোনির জানা অজানা কিছু তথ্য

প্রকাশিত: ২৩:২১, ৭ জুলাই ২০১৬

 জন্মদিনে ধোনির জানা অজানা কিছু তথ্য

অনলাইন ডেস্ক ॥ ছত্রিশে পড়লেন ক্যাপ্টেন কুল। একই সঙ্গে প্রায় ১৬ বছর কাটিয়ে ফেললেন বাইশ গজেও। ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনি দেশকে দু’টো বিশ্বকাপ দিয়েছেন। টেস্ট ও ওয়ানডে তে এক নম্বর করেছেন ভারতকে। বলা যায় তাঁর অধিনায়কত্বে সাফল্যের শিখরে পৌঁছেছে ভারত। তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁকে নিয়ে কিছু জানা অজানা তথ্য। তিনি বাইক নিয়ে লং ড্রাইভে যেতে ভালবাসেন। জানেন কি এখনও পর্যন্ত তাঁর ক’টি বাইক রয়েছে? ২৩টি। চিকেন খেতে খুব ভালবাসেন ক্যাপ্টেন কুল। ধোনি এতটাই খাদ্য রসিক যে তাঁর স্ত্রী সাক্ষী ক্রিকেট সফরে মাঝে মধ্যেই ইলেক্ট্রিক কুকার বয়ে বেড়ান। বাইশ গজে তো উইকেটের পিছনে থাকেন সর্বদা, ফুটবলে তাঁর পছন্দের পজিশন গোলকিপার। স্কুল ফুটবল টিমে গোলকিপারই ছিলেন তিনি। তিনি খড়্গপুর রেলওয়েতে টিকিট পরীক্ষক ছিলেন ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত। ওয়ানডে তে ধোনি বোলিং করে একটি উইকেট পেয়েছেন। জানেন কি কে সেই ‘সৌভাগ্যবান’? ওয়েস্ট ইন্ডিজের ট্র্যাভিস ডাওলিন। জানেন কি ধোনি ও সাক্ষী একই স্কুলে পড়তেন? রাঁচির জওহর বিদ্যা মন্দির যা এখন জেভিএম নামে পরিচিত। ভবিষ্যতে তিনি সেনাবাহিনীর হয়ে কাজ করতে চান। ২০১১ সালে তাঁকে ভারতীয় সেনা তাঁকে লেফটেন্যান্ট কর্নেলের সাম্মানিক পদ দেওয়া হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×