ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলশান হামলার ঘটনায় ক্ষুব্ধ আমির খান

প্রকাশিত: ০০:৩৩, ৭ জুলাই ২০১৬

 গুলশান হামলার ঘটনায় ক্ষুব্ধ আমির খান

অনলাইন ডেস্ক॥ রাজধানী ঢাকার গুলশানে ভয়াবহ হত্যাযজ্ঞের মাত্র এক সপ্তাহের ব্যাবধানে ঈদের দিন দ্বিতীয়বার রক্তাক্ত হলো বাংলাদেশ। কিশোরগঞ্জে ঈদের জমায়েতে বিস্ফোরণে মৃত্য হয়েছে ৫ জনের। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বলিউড স্টার ‘মি. পারফেকশনিস্ট’ আমির খান। ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবার গর্জে উঠে আমির খান বলেন, সন্ত্রাসবাদের কোনও জাত হয় না। যারা নাশকতা চালাচ্ছে, তাদের ধর্মের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দ্ব্যর্থহীন ভাষায় মিস্টার পারফেকশনিস্টের বক্তব্য, 'যারা সন্ত্রাসবাদ ছড়ায়, যারা সন্ত্রাস করে, তাদের ধর্মের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তারা মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান যে ধর্মেরই হোক।' বৃহস্পতিবার ঈদের দিনে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভ উগড়ে দেন আমির। সন্ত্রাসবাদের বাড়-বাড়ন্ত সম্পর্কে প্রশ্ন করা হলে ৫১ বছর বয়সি এই অভিনেতা বলেন, 'ওরা বলছে, ওরা নাকি ধর্মের জন্য এসব করছে। তবে, ওদের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। কারণ যদি ওরা সত্যিই ধর্মের দেখানো পথে চলত, তাহলে ওরা জানত যে, ধর্ম আমাদের ভালোবাসতে শেখায়।' ঈদে মুম্বইয়ে বান্দ্রার বাড়িতে নিজের মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কোয়ালিটি টাইম কাটান দঙ্গল স্টার।
×