ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ বছরেই ভারত-রাশিয়ার যৌথ নৌ মহড়া

প্রকাশিত: ২০:০৬, ৮ জুলাই ২০১৬

এ বছরেই ভারত-রাশিয়ার যৌথ নৌ মহড়া

অনলাইন ডেস্ক॥ ২০১৬ সালের ডিসেম্বরেই হতে চলেছে ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ নৌ সামরিক মহড়া। যার নাম দেওয়া হয়েছে 'ইন্দ্র নেভি ২০১৬’। ইস্টার্ন মিলিটারি ডিসট্রিক্টের মুখপাত্র আলেকজান্ডার গর্দেয়েভ জানিয়েছেন, রাশিয়ার নৌসেনার পক্ষ থেকে এই মহড়ায় থাকতে চলেছে একটি বড়ো অ্যান্টি-সাবমেরিন জাহাজ, একটি ডেস্ট্রয়ার, একটি অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার, একটি ট্যাঙ্কার ও একটি টাগবোট। সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকেও বেশ গুরুত্ব প্রদান করা হচ্ছে এই যৌথ মহড়ার ওপর। কাসিন ক্লাস ডেস্ট্রয়ার, একটি করভেট্টা, একটি ট্যাঙ্কার ও একটি ডেক বেসড হেলিকপ্টারকে ভারতের পক্ষ থেকে এই যৌথ মড়রার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভালদিভোস্তক বন্দরে হওয়া দ্বিতীয় প্ল্যানিং কনফারেন্সে এই যৌথ মহড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মহড়ার চূড়ান্ত কম্পোজিশনের বিষয়ে অক্টোবরে হওয়া শেষ বৈঠকেই সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে।
×