ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২০:৩৫, ৮ জুলাই ২০১৬

দিনাজপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক॥ দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে ডুবে মো. সজিব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের আত্রাই নদীর মোহনপুর রাবার ড্রামে এ ঘটনা ঘটে। মৃত সজিব হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার ভালুকা জয়পুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে এবং ভালুকা জয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় বাসিন্দা মো. আফসার আলী জানান, মো. সজিব হোসেনসহ ৬-৭ বন্ধু বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আত্রাই নদীর মোহনপুর রাবার ড্রামে বেড়াতে আসে। পরে তারা সকলে সেখানে গোসল করতে নামে। একপর্যায়ে প্রবল স্রোতের মুখে তারা ভেসে যায়। সাঁতার কেটে সকলেই পাড়ে উঠতে পারলেও সজিব হোসেন তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন জানার পর তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়। উদ্ধার কাজ চলাকালে বিকেল ৫টায় ঘটনাস্থল থেকে অনেক দূরে সজিবের লাশ ভেসে উঠে। কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। মৃত ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×