ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগদাদে বোমা হামলায় নিহত সংখ্যা বেড়ে ২৯২

প্রকাশিত: ২০:৪২, ৮ জুলাই ২০১৬

বাগদাদে বোমা হামলায় নিহত সংখ্যা বেড়ে ২৯২

অনলাইন ডেস্ক॥ রবিবার ভোরে কারাদার একটি শপিং এলাকায় ওই হামলা চালানো হয়েছিল। ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস জঙ্গিদের দখল থেকে ফাল্লুজা শহর পুনরুদ্ধার করার এক সপ্তাহ পর এ হামলা চালানো হয়। ফাল্লুজার ঘাঁটি থেকে আইএস জঙ্গিরা বাগদাদে বোমা হামলা চালাত বলে জানিয়েছিল ইরাকি কর্তৃপক্ষ। রোববার রয়টার্সে প্রকাশিত ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে অন্তত চারটি ভবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা আংশিক ধসে পড়েছে। ভবনগুলোর মধ্যে একটি শপিং মলও রয়েছে। ধারণা করা হচ্ছে শপিংমলটিই হামলার লক্ষ্য ছিল। ১৩ বছর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী কর্তৃক ইরাকের একনায়ক সাদ্দাম হোসেনকে উৎখাতের পর এটাই দেশটিতে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। হামলায় দুইশ জনের বেশি মানুষ আহত হয়। তাদের মধ্যে অন্তত ২৩ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলে রয়টার্সকে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আল-রুদাইনি।
×