ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ২০:৪৬, ৮ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস এলাকায় শেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সেন্ট অ্যান্থনি পুলিশ অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মিনেসোটার ফ্যালকন হাইটসের কাছে বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ট্রাফিক স্পটে অজ্ঞাত একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম ফিলান্ডো ক্যাস্টিল (৩২) বলে জানায় তার পরিবার। ক্যাস্টিলকে গুলি করার পরপরই তার সঙ্গে থাকা এক নারী ফেসবুকে সরাসরি লাইভ ভিডিওতে ‘যথাযথ কারণ ছাড়াই পুলিশ তার ছেলেবন্ধুকে গুলি করেছে’ বলে দাবি করেন। ক্যাস্টিলের মা ভালেরি ক্যাস্টিল সিএনএনকে বলেন, আমি এই জীবনে একবারের জন্যও ভাবিনি আমার ছেলেকে এমন ব্যক্তিরা হত্যা করতে পারে যাদের দায়িত্ব আসলে তাকে সুরক্ষা করা ও সেবা প্রদাণ করা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ক্যাস্টিলকে ধরে যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত পুলিশের গুলিতে ৫০৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন কৃষ্ণাঙ্গ আমেরিকান। নিহত কৃষ্ণাঙ্গদের মধ্যে ১০ শতাংশ হত্যাকাণ্ডের সময় নিরস্ত্র ছিল। আর ৬১ শতাংশের কাছে বন্দুক ছিল।
×