ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হালদায় নৌকাডুবি ॥ লাশ মিলেছে তিন জনের, নিখোঁজ ২

প্রকাশিত: ১৯:১২, ৯ জুলাই ২০১৬

হালদায় নৌকাডুবি ॥ লাশ মিলেছে তিন জনের, নিখোঁজ ২

অনলাইন রিপোর্টার ॥ একদিনের তল্লাশির পর নৌকা ডুবে চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে নিখোঁজ পাঁচ জনের মধ্যে তিন জনের লাশ মিলেছে। এরা হলেন- ইসলাম সওদাগর (৪০), রুবেলের ছেলে ইমন (১৮) ও হানিফ মিস্ত্রির ছেলে রিজভী (১৫)। এরা সবাই উপজেলার সুয়াবিল ইউনিয়নের পূর্ব সুয়াবিল গ্রামের বাসিন্দা। হালদার ধুরং খাল থেকে শনিবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া জানিয়েছেন। তিনি বলেন, “শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধুরং খালের নাছির উদ্দিন চৌধুরী ঘাটের এক কিলোমিটারের মধ্যে ভাসমান অবস্থায় এই দুজনের লাশ পাওয়া যায়।” এছাড়া রহিম (১৩) ও আরমান (১৮) নামে দুজন এখনো নিখোঁজ রয়েছে, যাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান কামাল। স্থানীয় সাংবাদিকরা জানান, বোঝাই করে যাত্রী নিয়ে উপজেলার সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে শুক্রবার বেলা ১২টার দিকে নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুই সহোদর ইমন ও রহিমসহ পাঁচ জন নিখোঁজ হয়।
×