ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬ জুলাই জিডি করেছিলেন আবিরের বাবা

প্রকাশিত: ১৯:১৩, ৯ জুলাই ২০১৬

৬ জুলাই জিডি করেছিলেন আবিরের বাবা

অনলাইন ডেস্ক ॥ ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় নিহত আবির রহমানের পরিবার ঈদের আগের দিন অর্থাৎ ৬ জুলাই একটি জিডি করেছিল। গত চার মাস ধরে নিখোঁজ তা জানিয়ে রাজধানীর ভাটারা থানায় এ সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। আবিরদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি করেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট আবির বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে বিবিএ পড়তেন। এর আগে তিনি ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে (বিআইটি)। জিডির কথা নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন। জিডিতে বলা হয়, গত মার্চ থেকে নিখোঁজ ছিল আবির।
×