ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যাক হতে পারে ব্রেইন!

প্রকাশিত: ১৯:৪০, ৯ জুলাই ২০১৬

হ্যাক হতে পারে ব্রেইন!

অনলাইন ডেস্ক॥ হ্যাকিংয়ের এই সময়েও ব্রেইন হ্যাক শুনলে চমকে উঠতেই হবে। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। আর সেটা যদি সত্যি হয়, তাহলে সেটা হবে ২১ শতকের বিস্ময়কর উদ্ভাবন। ইউনিভার্সিটি অব অরগেনের বিজ্ঞানীরা বলছেন, এমন এক যন্ত্র আবিষ্কার হয়েছে, যা মানুষের মস্তিষ্কের সমস্ত সিগন্যাল ধরে ফেলবে এবং সেই সিগন্যাল দেখা যাবে টিভি মনিটর বা কম্পিউটার মনিটরের স্ক্রিনে। এ বিষয়ে জার্নাল অব নিউরোসায়ান্সে প্রকাশিত প্রবন্ধে জানানো হয়েছে, একজন মানুষের মনের ভিতরে কী চলছে, কোন কথা ঘুরপাক খাচ্ছে—সবই দেখিয়ে দেবে এই যন্ত্র।
×