ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই বিমান হামলা

প্রকাশিত: ২০:৩৬, ৯ জুলাই ২০১৬

সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই বিমান হামলা

অনলাইন ডেস্ক॥ সিরিয়ার ইদলিব প্রদেশে এক বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণার তৃতীয় ও শেষ দিন সরকারি বাহিনী বেশ কয়েকটি হামলা চালিয়েছে সেই অঞ্চলে। আল-জাজিরার খবরে বলা হয়, আলেপ্পোর দিকে অগ্রসর হতে শুরু করেছে সরকারি বাহিনী। যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার মতে, হামলাটি ঠিক কারা করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আসাদ বাহিনী অথবা তাদের মিত্র রাশিয়া অথবা মার্কিন জোটের বিমানবাহিনী এই হামলায় অংশ নেয়। সংস্থাটির মতে, ওই হামলা ছাড়াও তুর্কি সীমান্তবর্তী পশ্চিমের ইদলিব প্রদেশের কাছে দার্কুস শহরেও বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। সংস্থা প্রধান রামি আব্দেল রহমান আল-জাজিরাকে জানান, ইদলিবের হামলায় নারী ও ৭টি শিশুসহ হামলায় নিহতের সংখ্যা এখন ২২ জন। দার্কুস শহর আল-কায়েদার সমর্থিত আল-নুসরা ফ্রন্ট এবং সমমনা বিদ্রোহীদের দখলে। সিরিয়ার উত্তরপশ্চিমের প্রদেশ ইদলিবে প্রবেশ করার প্রধান পথই হচ্ছে দার্কুস। খবরে বলা হয়, আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পাশাপাশি সীমান্ত পার হয়ে তুরস্কের বিভিন্ন হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এর আগে সিরিয়ার সরকারি বাহিনী ঈদ ও রমজান মাসের শেষ উপলক্ষে ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করে।
×