ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা

প্রকাশিত: ২০:৩৭, ৯ জুলাই ২০১৬

উত্তর কোরিয়ার ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হ্যামগোইয়ং-এর কাছে শনিবার এ পরীক্ষা চালানো হয়। তবে পশ্চিমা গণমাধ্যমে জানানো হয়, এ মিসাইল পরীক্ষা ব্যর্থ হয়েছে। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক। খবরে বলা হয়, এর আগে জানুয়ারির ৬ তারিখে উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। ৭ ফেব্রুয়ারি কক্ষপথে সঠিকভাবে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়। জাতিসংঘের নিয়ম বহির্ভূত কাজ হওয়ায় উত্তর কোরিয়ার ওপর এরপর থেকে নতুন করে অবরোধ আরোপ করা হয়। এছাড়া গত ২২ জুন ‍উত্তর কোরিয়া দাবি করে তারা ২৫০ কি.মি. পাড়ি দিয়ে জাপান সাগরে সফলভাবে মিসাইলের পরীক্ষা চালিয়েছে। যদিও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, ২টি মিসাইল পরীক্ষা চালানো হলেও ওই দিন একটি পরীক্ষা সফল হয়।
×