ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমতলীতে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষাধীক টাকা ক্ষতি

প্রকাশিত: ২৩:১২, ৯ জুলাই ২০১৬

আমতলীতে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষাধীক টাকা ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা)।। শুক্রবার রাতে বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের আবুল কালাম হাওলাদারের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। আবুল কালাম অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে আমার মাছের ঘেরে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। শনিবার সকালে ঘেরে গিয়ে দেখতে পাই বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। তিনি আরো বলেন তাৎক্ষনিক পানি পরীক্ষা করে নিশ্চিত হয়েছি ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে গলদা চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লাখ টাকা মাছ মারা গেছে। আমতলী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জগদীশ চন্দ্র জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারনা করা হচ্ছে ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
×